
ওঙ্কার ডেস্ক:১৩ বছর পর ঠাকুরবাড়ির ছোট মেয়ে মধুপর্না ঠাকুরের হাত ধরে বাগদা কেন্দ্রে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস।এই বিধানসভায় জয়লাভের পর রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন মতুয়া পরিবারের এই সদস্য এবং তৃণমূল কংগ্রেস সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। । জয়ী ঘোষণা হতেই সবুজ আবিরে মেতেছেন তৃনমূলের নেতা–কর্মীরা। বাগদা এলাকার মানুষজন তার উপর ভরসা রাখায় খুশি সদ্য জয়ী মধুপর্ণা। উল্লেখ্য লোকসভা নির্বাচনে বনগাঁ আসনটি জিতেছিলো বিজেপি। শান্তনু ঠাকুর জয়ী হয়েছিলেন এই লোকসভা কেন্দ্র থেকে। এবারের উপনির্বাচনে ও বাগদা আসনটিও গেরুয়া শিবিরের দখলে যাবে বলে আশা করেছিলো বিজেপি । কিন্তু বিজেপিকে ধরাশায়ী করে দিলো , পারিবারিক বিবাদ থেকে ধরনায় বসা মধুপর্ণা ঠাকুরই । সর্বকনিষ্ঠ প্রার্থী হিসাবে জয়ী হলেন মধুপর্ণা ঠাকুর। জয়লাভের পর তিনি ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায় এবং বাগদার মানুষকে।