
নিজস্ব প্রতিনিধিঃ দলের মধ্যে অভিষেক লবির বিরোধিতা থাকলেও দলের বাইরে ক্রমশ সমর্থন পাচ্ছেন মহুয়া। সংসদ থেকে বহিষ্কৃত হয়ে এবার নকশাল পন্থী লিবারেশনের সমর্থন জুটে গেল মহুয়ার জন্য। মহুয়া মৈত্রে নির্বাচনী কেন্দ্র কৃষ্ণনগরে সিপিআই এম এল লিবারেশনের রাজনৈতিক অস্তিত্ব বহুদিনের। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র কে সংসদ থেকে বহিষ্কারের প্রতিবাদে খোদ কৃষ্ণনগরে নাগরিক কনভেনশনের ডাক দিল সিপিআইএমের লিবারেশন।