
প্রশান্ত দাস,মালদা:
রবিবার সাত সকালে মানিকচকের জনবহুল ধরমপুর বাজার এলাকায় ব্যাপক বোমাবাজি,খুন কংগ্রেস নেতা । বোমাবাজি ছাড়াও দুষ্কৃতীরা এলাকায় চার রাউন্ড গুলিও চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এক শিক্ষক ও সবজি বিক্রেতা আহত হয়েছেন বলে খবর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে , বোমা উদ্ধার করে মানিকচক থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর মৃত কংগ্রেস নেতার নাম মহম্মদ সইফুদ্দিন। তিনি দীর্ঘদিন ধরে কংগ্রেস করতেন বলে জানা গেছে।এবং এলাকায় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন। তাঁকে লক্ষ্য করেই বোমা ছোঁড়া হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।। অভিযোগের তীর তৃণমূলের দিকে।মৃতের পরিবারের অভিযোগ, এই হামলার সঙ্গে তৃণমুল দুষ্কৃতীরা জড়িত।
এর আগেও সইফুদ্দিনের পরিবারের এক জনকে দুষ্কৃতীরা খুন করেছে বলে অভিযোগ উঠেছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, মানিকচকের এই গ্রাম পঞ্চায়েত এলাকা দীর্ঘদিন ধরেই তৃণমূল এবং কংগ্রেসের সংঘর্ষে উত্তপ্ত। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের এক নেতা এই এলাকায় খুন হয়েছিলেন। সে সময় অভিযোগ উঠেছিল কংগ্রেসের বিরুদ্ধে। এবার কংগ্রেস নেতা খুন হলেন।