
প্রশান্ত দাস,মালদা:আরজিকর ঘটনার পর নারীদের নিরাপত্তা নিয়ে উঠেছে হাজারো প্রশ্ন ! রাজ্য তথা দেশ জুড়ে উঠেছে আন্দোলনের ঝড়। এই আবহেই এবারে পৈশাচিকভাবে ভরা রাস্তায় ফেলে এক গৃহবধূকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠলো মালদহে। দর্শকের ভূমিকায় গোটা গ্রামবাসী। গ্রামবাসীদের উপস্থিতিতেই ছয় থেকে সাত জন ব্যক্তি হাতে বাঁশ লাঠি শোটা নিয়ে এই মহিলাকে মাটিতে ফেলে পেটাচ্ছে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। মালদার মোথাবাড়ি থানা এলাকার ঘটনা। জানা গেছে তাদের বসত ভিটা দখল নিতে চাইছে স্থানীয় তাজামুল শেখ সহ বেশ কয়েকজন। এই ঘটনার প্রতিবাদ করায় দীর্ঘ কয়েক মাস ধরে চলছিলো এই বিবাদ। এর বিরুদ্ধে গত পরশুদিন মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। গতকাল ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে আসে মোথাবাড়ি থানার পুলিশ। এরপর মঙ্গলবার সকালে পুলিশকে কেন খবর দেওয়া হয়েছে এই অভিযোগে তাজামুল শেখ সহ ছয় থেকে সাত জন আক্রমণ চালায় পরিবারের উপর। ব্যাপক মারধর করা হয় এক গৃহবধূকে ।