
প্রশান্ত দাস, মালদা : আর জি করের আবহে মধ্যেই অবশেষে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করলেন আর জি কর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুনাভ দত্ত চৌধুরী। উল্লেখ্য এর আগে দুইবার তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করতে আসেন। কিন্তু জুনিয়র চিকিৎসকরা আর জি কর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুনাভ দত্ত চৌধুরীর যোগদানে আপত্তি করেছিলেন। আন্দোলনও করেন জুনিয়ার চিকিৎসকেরা। অবশেষে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় জুনিয়ার চিকিৎসকদের অবেদন করেছিলেন অরুনাভ দত্ত চৌধুরীকে যোগদানে আপত্তি না করার জন্য। সেই আবেদনে সাড়া দিয়ে জুনিয়র চিকিৎসকরা অরুনাভ দত্ত চৌধুরীকে যোগদান করার সম্মতি দেয়।