
মালদা, প্রশান্ত দাস : রাজ্যের বিভিন্ন জায়গায় বেআইনি পার্কিং -এর অভিযোগ রয়েছে. এবার সেই নিয়ে সরব হয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী. বেআইনি পার্কিং রুখতে বৃহস্পতিবার কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়. বেআইনিভাবে পার্কিং গুলো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি. কিন্তু, মুখ্যমন্ত্রীর নির্দেশকে তোয়াক্কা না করে মালদার ইংরেজবাজার পুর এলাকায় রাস্তার ধারেই রয়েছে পার্কিং।
অভিযোগ, মালদার ইংরেজ বাজার পুরসভার অন্তর্গত রাজমহল, রোড, রবীন্দ্র ভেনিউ, কে জে সান্যাল রোড, এমনকি জেলা প্রশাসনিক ভবনের সামনে বিএসএনএল-এর কার্যালয়ের উল্টোদিকে পার্কিংয়ের নামে টাকা তোলা হচ্ছে।
ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ীর অভিযোগ, প্রাচীন ইংরেজবাজার শহরের কোন পরিকল্পনা নেই। যারা পার্কিং আদায় করে তারা সবাই তৃণমূল কর্মী।
রাস্তার ধারে যে পার্কিং রয়েছে তা কার্যত স্বীকার করে নিয়েছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী.