
প্রশান্ত দাস,মালদা:
২৭ শে আগষ্ট মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্ররা।এই কর্মসূচি ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এই অবস্থায় এক মহিলাকে নবান্নে না যাওয়ার জন্য বারবার হুমকি দেওয়ার অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা থানার বাচামারি পাল পাড়া এলাকায়।অভিযোগ
পেশায় সিভিল ইঞ্জিনিয়ার সোনালী পাল নামে এক যুবতী থাকেন এই এলাকাতেই। । ওই মহিলার অভিযোগ , ২৭ তারিখ নবান্ন অভিযানে তিনি যাবেন কিনা তা নিয়ে, রবিবার রাতে মালদা থানার পুলিশ তার বাড়ি যায় জিজ্ঞেস করতে। তার বাবাকে ও পুলিশ রাস্তায় দাঁড় করে ভয় দেখিয়েছে।
এই ঘটনার প্রতিবাদে সোমবার পুরাতন মালদা থানার আই সির বাড়ির সামনে ধর্নায় বসেন ওই যুবতী। পরে মালদা থানা পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে ধরনা তুলে নেন ওই মহিলা।