
প্রশান্ত দাস, মালদা : ভোট মিটলেও বিরাম নেই অশান্তিতে। কোথাও মাথা ফেটেছে বিরোধী দলের কর্মীদের, কোথাও আবার হিংসার বলি শাসকদলের কর্মীরা।
এবার ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটলো মালদায়। এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার গোপালপুর অঞ্চলের জেসারতটোলা এলাকায়। জানা গেছে, নিহত কংগ্রেস কর্মীর নাম আকমাল সেখ। তার পরিবার সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, গত পঞ্চায়েত ভোট থেকেই গোপালপুর অঞ্চলে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তৃণমূল। সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকে সেই সন্ত্রাসের মাত্রা বেড়ে গিয়েছিল। কংগ্রেস কর্মীদের ধরে ধরে হুমকি দিচ্ছিল এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যা শনিবার রাতে চরম পর্যায়ে পৌঁছায়।
এই খুনের ঘটনায় গোপালপুর অঞ্চলের প্রধান সহ তার দলবল জড়িত বলে অভিযোগ. গোটা ঘটনায় কংগ্রেস নেতৃত্ব পুলিশের বিরুদ্ধে শাসক দল তৃণমূলের হয়ে পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলে সরব হয়েছেন।
এদিকে এই ঘটনার পর মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে টহলদারি শুরু করেছে। তবে বর্তমানে এলাকার পরিবেশ, পরিস্থিতি যথেষ্টই থমথমে রয়েছে বলে খবর।