
প্রশান্ত দাস,মালদা : মালদায় রাজধানী এক্সপ্রেসের নতুন স্টপেজ চালু হওয়ায় কার কৃতিত্ব বেশি,বিজেপি সাংসদ না বিজেপি বিধায়কের তা নিয়ে দু ভাগে বিভক্ত জেলা বিজেপি নেতৃত্ব। কানাঘুষো শোনা যাচ্ছে এমনই। উল্লেখ্য,দীর্ঘ দিন ধরেই মালদাবাসী দিল্লি যাওয়ার জন্য রাজধানী এক্সপ্রেসের স্টপেজের দাবি করছিল। মালদা ডিভিশনে ছিল না কোন রাজধানী এক্সপ্রেস।মালদা থেকে দিল্লি যাওয়ার অন্য কয়েকটি ট্রেন আছে অবশ্য।কিন্তু তাতে সময় বেশি লাগে। তাই রাজধানীর মতো দ্রুতগামী ট্রেনের স্টপেজের দাবি অনেক দিন ধরেই করেছিলেন মালদাবাসী। মালদাবাসির সেই দাবি পূরণ হল বটে। তবে এবার এই নিয়েই শুরু হয়েছে তরজা। যদিও কৃতিত্ব নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি মালদা উত্তরের বিজেপির সাংসদ খগেন মুর্মু।তিনি এদিন বলেন, মালদা বাসীর এই দাবি ছিল দীর্ঘদিনের। জনপ্রতিনিধিদের কাজ সাধারণ মানুষের দাবি উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া। আমরা সেই কাজই করেছি।
ইংরেজবাজার বিধানসভার বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীও বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, রাজধানী এক্সপ্রেস এর জন্য আমরা সকলেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন করেছিলাম। তা পূর্ণ হয়েছে।
এই বিষয়ে মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে জানান,আগামী বছর ১৫ই জানুয়ারি আগরতলা থেকে ছেড়ে মালদহ টাউন স্টেশনে পৌঁছবে রাজধানী এক্সপ্রেস। ১৬ই জানুয়ারী মালদা টাউন স্টেশনে থামবে রাজধানী এক্সপ্রেস। তারপর ১৯ ঘন্টা ৪০ মিনিটে দিল্লী পৌঁছে যাবে এই ট্রেন। রাজধানী এক্সপ্রেস এর নতুন স্টপেজের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি মালদাবাসী।