
ওঙ্কার ডেস্ক:এক ছাত্রকে অপহরণের পর ,ওই কিশোরের পরিবারের কাছে নগদ ৬০ লক্ষ টাকা মুক্তিপণ চাইলো একদল দুষ্কৃতি। এই ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলায়। স্থানীয় সূত্রে জানা গেছে মালদার কালিয়াচক থানার ডাঙ্গা এলাকায় থাকেন পেশায় হকার এনামুল হক। তার ছেলে ইনজামুল হক স্থানীয় একটি স্কুলে ক্লাস এইটে পড়ে। অভিযোগ গত শুক্রবার বাড়ির ছাগল চরাতে গিয়ে সে নিখোঁজ হয়ে যায়। এরপর সারারাত খুঁজলেও তার কোন হদিস না পাওয়ায় কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। শনিবার তার কাছে ৬০ লক্ষ টাকা মুক্তি পঞ্চয়ে অপরণকারীদের ফোন আসে। এরপর থেকেই শোকস্তব্ধ ছাত্রের পরিবার। গ্রামবাসীরা ওই ছাত্র কে দ্রুত খুঁজে পরিবারের কাছে ফিরিয়ে দেবার দাবি করেছেন।
এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের পুলিশ ও প্রশাসন কে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। অপহৃত ছাত্রের পরিবারের পক্ষ থেকে ,থানায় অভিযোগ জানানো হলেও,এখনো ওই ছাত্রকে খুঁজে পাওয়া যায়নি।তদন্ত শুরু করেছে পুলিশ।