
প্রশান্ত দাস, মালদা : রাজ্য সরকারের ক্লাবকে দেওয়া অনুদানের টাকা নয় ছয়ের অভিযোগে উত্তাল মালদার ইংরেজবাজার এলাকা. তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র এলাকা। তৃণমূল কর্মীদের উপর হামলা করার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। প্রায় ১০ জন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে খবর। মালদার ইংরেজবাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের হরিশপুর এলাকার ঘটনা।
আক্রান্তদের অভিযোগ, লোকসভা নির্বাচনে তারা তৃণমূলকে ভোট দিয়েছিল, কিন্তু জিতেছে বিজেপি। তৃণমূলকে ভোট দেওয়ার জন্য সেই আক্রোশ তাদের ওপর ছিলই। তার ওপর ক্লাবের অনুদানের টাকা আত্মসাতের প্রতিবাদ করেছিল তারা। এই কারণে বিজেপি কর্মীরা তাদের উপর চড়াও হয়ে মারধর করেছে ।
এই বিষয়ে কাজী গ্রাম অঞ্চলের তৃণমূলের সভাপতি সত্যজিৎ চৌধুরী বলেন, ভোট মিটে গেলেও বিজেপি কর্মীদের অত্যাচার এখনো চলছে এলাকায়। আমাদের ১০ জন তৃণমূল কর্মীর উপর হামলা করা হয়েছে।
এই ঘটনায় লিখিত অভিযোগ করা হয়েছে. পাশাপাশি জেলা নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে বলে খবর তৃণমূল সূত্রে।