
প্রশান্ত দাস, মালদা:মালদায় তৃণমূল কংগ্রেস নেতার দাদাগিরি, তোলার টাকা না পেয়ে বেসরকারি বিএড কলেজের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল মোথাবাড়ি বিধানসভার সংখ্যালঘু সেলের তৃণমূল কংগ্রেস নেতা নাসির আহমেদ ওরফে ভাস্করের বিরুদ্ধে। এই ঘটনার কিছুক্ষণ পরে পুলিশের হস্তক্ষেপে তালা ভেঙে দখল মুক্ত করা হয় বিএড কলেজ। কিন্তু অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতার হুমকীর জেরে কার্যত আতঙ্কে বিএড কলেজ কর্তৃপক্ষ। পুরাতন মালদা এলাকার এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।তবে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতাকে বারংবার ফোন করা হলেও, ফোনে তাকে পাওয়া যায় নি। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে মালদার পুলিশ প্রশাসন। শুরু হয়েছে অভিযুক্ত নেতার খোঁজে তল্লাশি।