
ওঙ্কার ডেস্ক:লোকসভা নির্বাচনের আগে মানুষ যাতে রেশন,লক্ষীর ভান্ডার,ঘরবাড়ি না পায় সেই জন্য আধার কার্ড বাতিল করে দিচ্ছে কেন্দ্র,রবিবার বীরভূমের জনসভা থেকে আধার কার্ড বাতিল করার পিছনে কেন্দ্র সরকারের চক্রান্ত রয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তবে বাংলার মানুষকে আশ্বস্ত করে এদিন মুখ্যমন্ত্রী বলেন যাদের আধার কার্ড নেই তারাও সব পরিষেবা পাবেন, সরকারি অনুদান থেকে বঞ্চিত হবেন না।