
ওঙ্কার ডেস্ক:মঙ্গলবার প্রথম দুই দফার ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটের পর কমিশন সূত্রে যে হিসাব পাওয়া গিয়েছিলো , মঙ্গলবার দেখা যায় তার থেকে ৫.৭৫ শতাংশ ভোট বেড়েছে।বুধবার ফারাক্কার জনসভা থেকে এই বিষয়টি সামনে রেখে কমিশনকে আক্রমণ করেন মমতা।তিনি দাবি করেন বিজেপির যেখানে ভোট কম,সেখানে ভোট বাড়িয়ে দিয়েছে কমিশন।পাশাপাশি তিনি জানতে চেয়েছেন ইভিম মেসিন করা তৈরি করে, কত জন ভোট দিয়েছেন, ভোট বাড়লো কি ভাবে।শুধু তাই নয় ভিন রাজ্যের ইভিএম এনে কারচুপি করার অভিযোগ ও করেছেন তিনি