
ওঙ্কার ডেস্ক:এবার আর বিজেপি ক্ষমতায় আসবেনা।এবার ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসবে , আরামবাগের জনসভা থেকে ফের “ইন্ডিয়া “র সমর্থনে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন তিনি ফের স্পষ্ট করে বলেন বাংলায় সিপিএম,কংগ্রেস,বিজেপির অশুভ জোট হয়েছে তাই আমরা ওদের সঙ্গে নেই ,তবে কেন্দ্রে আমরা সবাই একসঙ্গে আছি।