
ওঙ্কার ডেস্ক:আমি দলের মধ্যে কোন ঝগড়া বরদাস্ত করবনা , কেউ যদি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি। পার্টিকে ভালো না বেসে নিজেকে ভালো বাসবো। তা আমি হতে দেবনা।উত্তর চব্বিশ পরগনার কর্মী সভায় এসে দলীয় কোন্দল নিয়ে কড়া বার্তা মমতা বন্দোপাধ্যাযের। উল্লেখ্য বেশ কয়েকদিন ধরেই জেলার দুই হেভিওয়েট নেতা সোমনাথ শ্যাম ও অর্জুন সিংয়ের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সরগরম রাজ্যের রাজনীতি।এবার সেই দুই নেতাকে লক্ষ্য করেই তৃনমূল সুপ্রিমোর এই বার্তা বলে মনে করা হচ্ছে।