
ওঙ্কার ডেস্ক:এবারের নির্বাচনে বিজেপি হারবে,ক্ষমতায় আসবে “ইন্ডিয়া” জোট।আমরা ইন্ডিয়া জোট কে বাইর থেকে সমর্থন করবো।হুগলীর জনসভা থেকে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে ফের ভবিষ্যৎবাণী করলেন মমতা বন্দোপাধ্যায়।তার দাবি বাংলা ছাড়াও উত্তরপ্রদেশ,রাজস্থান,মহারাষ্ট্র,সহ অন্যান্য রাজ্যেও বিজেপির আসন কমবে।পাশাপাশি মমতা বলেন কোন কাজ না করলেও টিভি,রেডিও ,ইউ টিউব সব জায়গাতেই নিজের প্রচার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।