
শনিবার ৬ টায় জুনিয়র ডাক্তার-মমতা আলোচনা কালীঘাটের বাড়িতে, ই-মেইল মুখ্য সচিবের । শনিবার আচমকা ধর্না মঞ্চে চলে যান মমতা। এবং তিনি জুনিয়র ডাক্তারদের আলোচনার কাথা বলেন । এরপর জুনিয়র ডাক্তাররা ই-মেইল করে জানান তারা আলোচনায় বসতে রাজি । পরে মুখ্য সচিব এই-মেইল করে জানান শনিবার ৬ টার সময় বৈঠক হবে মামাতা ব্যানার্জির কালীঘাটের বাসভবনে ।