
নিজেস্ব প্রতিনিধিঃ সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্বাভাবিক ভাবে মৃত্যু হওয়া পড়ুয়ার মা, বাবা দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মুখ্যমন্ত্রী তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, বগুলা গ্রামীণ হাসপাতালের নাম হবে মৃত পড়ুয়ার নামে। সোমবার সন্ধ্যায় নদিয়ার বগুলা গ্রামীণ হাসপাতালের নামবদলের সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে। মঙ্গলবার সকালেই ওই বিজ্ঞপ্তি পৌঁছয় নদিয়া জেলা স্বাস্থ্য দফতরে। আগামী সপ্তাহে নতুন নাম হবে গ্রামীণ হাসপাতালটির।
সোমবার মৃত পড়ুয়ার মাকে চাকরির আশ্বাসও দিয়েছেন মমতা। মৃত পড়ুয়ার ছোট ভাইয়ের পড়াশোনার খরচ বহন করবে রাজ্য সরকার, বলে কথা দিয়েছেন মুখ্যমন্ত্রী।