
ওঙ্কার ডেস্ক: লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার সময় বিক্ষোভের মুখে পড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতার ভাষণ শুনতে আসা ব্যক্তিদের মধ্যে একাংশকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখান। হাতে পোস্টার নিয়ে আরজি কর কাণ্ডের কথাও তোলেন বিক্ষোভকারীরা। যদিও গোটা পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলান তৃণমূলের সর্বোচ্চ নেত্রী।
এদিন মমতার বক্তৃতায় আসে টাটা গোষ্ঠীর নাম। টাটা গোষ্ঠীর প্রসঙ্গ আসতেই কেলগ কলেজের জমায়েত থেকে গুঞ্জন শুরু হয়। শুরু হয় বিক্ষোভ। বেশ কয়েক জনের হাতে দেখা যায় পোস্টার। ঠান্ডা মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভকারীদের প্রশ্নের জবাব দেন। মমতার ভাষণ ঘিরে শুরু হয় রীতিমতো চ্যাঁচামেচি। শ্রোতাদের একাংশের মধ্যে কেউ কেউ সরাসরি দাবি করেন, মুখ্যমন্ত্রী ভুল তথ্য দিছেন। তবে বিক্ষোভের পিছনে কারা ছিল তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে বিক্ষোভে বাম, অতিবাম সমর্থক যেমন ছিল তেমনই হিন্দুত্ববাদীও কেউ কেউ ছিলেন। এদিন বিক্ষোভকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের সকলকে খুব ভালবাসি। আপনারা আপনাদের পার্টিকে আরও মজবুত করুন। যাতে আমার সঙ্গে তারা লড়তে পারে!’ পাশাপাশি মমতা বলেন, ‘আমাকে অপমান করছেন করুন। দেশকে অপমান করবেন না।’
এদিনই ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী অক্সফোর্ডের কেলগ কলেজ কর্তৃপক্ষের কাছে কলকাতায় ক্যাম্পাস তৈরির আর্জি জানিয়েছেন। এমনকি কেলগ কর্তৃপক্ষ যেদিন রাজি হবেন তার পর দিন বাংলার মুখ্যমন্ত্রী তাঁদের জন্য জমির ব্যবস্থা করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। অন্যদিকে গোলমালের জন্য কর্তৃপক্ষের তরফে গোটা বিষয়টির জন্য মমতার কাছে দুঃখপ্রকাশ করা হয়েছে।