
প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা : সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় তোলপাড় রাজ্য. এবার আরজি কর-কাণ্ডে পুলিশকে সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। সোমবার আরজি কর হাসপাতালে মৃত মহিলা চিকিৎসকের বাড়িতে যান মমতা। পরিবারের সঙ্গে কথা বলেন. এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, পুলিশকে সাত দিন সময় দিয়েছি. এর মধ্যে তদন্তের কিনারা না হলে, তদন্তভার দেওয়া হবে সিবিআই-কে. পাশাপাশি, মমতা বলেন, মৃতার বাবা-মা র অনুমান ভেতরের কেউ এই ঘটনায় জড়িত.
প্রসঙ্গত, এই ঘটনায় রবিবার পদত্যাগ করেছিলেন আর জি কর হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠ. এবার সোমবার প্রবল চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ.
সোমবারও উত্তাল আর জি কর হাসপাতাল চত্বর. কীভাবে একটা প্রথম সারির সরকারি হাসপাতালে এমন ঘটনা ঘটতে পারে, তা নিয়ে উঠছে প্রশ্ন. প্রশ্ন উঠছে চিকিৎসক থেকে শুরু করে রোগীদের নিরাপত্তা নিয়ে. এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে পুলিশ ভলেন্টিযার সঞ্জয় রায়কে. কীভাবে অবাধ যাতায়াত তার আর জি কর হাসপাতালে? এই নৃশংস ঘটনা কি একা সঞ্জয়ের পক্ষে ঘটানো সম্ভব, সেই প্রশ্নও তুলছেন অনেকে.
উল্লেখ্য, আর জি কর হাসপাতালের এই ঘটনার জেরে পথে নেমেছেন বিভিন্ন হাসপাতালের চিকিৎসকেরা. এখনও কর্মবিরতিতে অনড় পড়ুয়ারা. যার প্রভাব এসে পড়েছে স্বাস্থ্য পরিষেবায়. কর্মবিরতির জেরে রোগী ভোগান্তির ছবি ধরা পড়ছে দিকে দিকে. তবে, আন্দোলনরত চিকিৎসকদের দাবি, যতক্ষণ না তাঁদের দাবি মেনে এই ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে, কর্মবিরতি চলবে.