
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরজি করে তিলোত্তমাকে খুন ও ধর্ষণ মামলায় দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা দিয়েছে শিয়ালদহ আদালত। এতে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে নাগরিক সমাজে। অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঞ্জয় রায়ের সাজা ঘোষণার খবর পান মুর্শিদাবাদ জেলা সফরকালীন। তিনি বলেন, ‘আমরা প্রথমদিন থেকেই ফাঁসির দাবি করেছিলাম। এখনও তাই সেই দাবিই তুলছি। আদালতের রায় নিয়ে কিছু বলব না’।
এরপর কার্যত নাম না করে সিবিআইকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘৫৪ দিন থেকে ৬০ দিনের মধ্যে আমরা তিনটে মামলায় ফাঁসির সাজা ঘোষণা করিয়েছি। এই মামলা আমাদের হাতে থাকলে অনেক আগেই মৃত্যুদণ্ডের সাজা দিতাম। মামলাটা আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এধরনের নরপিশাচের চরমতম শাস্তি হওয়া উচিত। ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম’।
প্রসঙ্গত, সোমবার থেকে জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুর্শিদাবাদ জেলা সফরে যাওয়ার আগেই তিনি বলেন, ‘আমি তো ফাঁসির দাবিতে পথে নেমেছিলাম। আমরা চাই, ফাঁসি হোক। তবে বিচারককে অনেক দিক খতিয়ে দেখে তবে রায় দিতে হয়। তাই সময় লাগবে’। এদিকে সাজা ঘোষণা করে এদিন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস জানান, ‘অপরাধ বিরলতম, তা বলা যাবে না। তাই আমৃত্যু কারাদণ্ড দেওয়া হল’।