
ওঙ্কার ডেস্ক:যতদিন আমার প্রাণ আছে বাংলায় সি এ এ,এন আর সি চালু করতে দেবনা ,ফের নাগরিকত্ব প্রশ্নে কেন্দ্র সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অনুষ্ঠিত জনসভা থেকে মমতা বলেন যারা বাংলায় বাস করেন তারা সবাই দেশের নাগরিক। এর জন্য আলাদা ভাবে কোন প্রমাণপত্রের প্রয়োজন নেই।কেন্দ্র যদি এন আর সি চালু করতে চায় তাহলে রক্ত দিয়ে আটকাবো।
পাশাপাশি রাজ্যের বকেয়া টাকা এক তারিখের মধ্যে না দিলে ,কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় বসার আবারও হুমকি দেন তৃনমূল সুপ্রিমো।