
ওঙ্কার ডেস্ক:ইডি কে সঙ্গে নিয়ে বিজেপি সন্দেশ খালিতে ঢুকে ,তিল কে তাল করছে।শান্তিপূর্ন জায়গাকে অশান্ত করেছে,বীরভূমের জনসভায় ফের সন্দেশ খালি নিয়ে মুখ খুললেন মুখ্য মন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।রবিবার বীরভূমে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন ওই এলাকার কোন মানুষের যদি জমি কেড়ে নেওয়া হয়,তাহলে তাদের জমি ফেরত দিয়ে দেওয়া হবে।কোন অভিযোগ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।