
ওঙ্কার ডেস্ক:জ্যোতিপ্রিয় মল্লিকের ডেরা উত্তর চব্বিশ পরগনায় এসে ফের বালুর সমর্থনে মুখ খুললেন মমতা বন্দোপাধ্যায়।বৃহস্পতিবার কর্মী সভা থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন ভোটে জ্যোতিপ্রিয় যাতে তৃনমূলের হয়ে কাজ না করতে পারে সেজন্যই তাকে জেলে ঢুকিয়েছে বিজেপি।পাশপাশি তিনি আরো বলেন সবচেয়ে বেশি আর্থিক দুর্নীতি করেছে বিজেপিই।কিন্তু ইডি ,সিবিআই কে ব্যবহার করে বিরোধীদের জেলে ভরা হচ্ছে।