
উজ্জ্বল হোড়, জলপাইগুড়িঃ রঙিন মেজাজে জনসংযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা বর্ষবরণ উৎসবে চালসায় পদযাত্রা করেন তিনি। তবে এদিনের পদযাত্রায় কোনও দলীয় পতাকা রাখা হয়নি।
বাংলা বর্ষবরণ উৎসবে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের চালসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে চালসা বন্দর খেড়িয়া টিয়াবন এলাকা থেকে জাতীয় সড়ক ধরে পদযাত্রা শুরু করেন মমতা। মঙ্গলবাড়ি বাজার হয়ে চালসা গোলাই পর্যন্ত পদযাত্রা করেন। মমতার পদযাত্রা ঘিরে রাস্তার দু পাশে প্রচুর মানুষের জমায়েত হয় এদিন। রঙিন মেজাজে জনসংযোগ করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তবে এদিনের পদযাত্রায় কোনও দলীয় পতাকা রাখা হয়নি। সর্বস্তরের মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এদিন পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হয় নেত্রীকে। তাঁকে দেখে উলুধ্বনি দেন মহিলারা। বাজানো হয় ঢাকঢোল। ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগান ওঠে এলাকায়। পদযাত্রার মাঝে বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন মমতা।