
স্পোর্টস ডেস্ক : সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। সেই সময়ে উত্তরবঙ্গে থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শুভেচ্ছা পাঠান ক্লাবকে। এবার মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরতেই ট্রফি নিয়ে তার বাড়িতে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার আর ক্লাবের ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়। মমতার হাতে ট্রফি তুলে দেন ইস্টবেঙ্গল কর্তারা। প্রসঙ্গত মোহনবাগান এটিকের সঙ্গে গাঁটছাড়া বেঁধে আইএসএলে যখন মাঠে নামে মমতা শ্রী সিমেন্টকে ইস্টবেঙ্গলে নিয়ে আসেন। কিন্তু বাঙ্গুর গোষ্ঠীর সঙ্গে বোঝাপড়া হয়নি ক্লাবের। এরপর ইমামি গোষ্ঠীকে মমতা লাল হলুদ ক্লাবে ইনভেস্টর করে নিয়ে আসেন। গত মরসুমে দল ব্যর্থ হলেও নতুন কোচ কার্লস কুয়াদ্রাতের হাত ধরে দল ভালো ফুটবল খেলছে।