
সঞ্জয় মাঝি, ওঙ্কারঃ সুন্দরবন, যেখানে ডাঙ্গায় বাঘ জলে কুমীর। শহুরে আলো যাদের কাছে কয়েক আলোক বর্ষ দূরে। এবার সেই সুন্দরবনের গ্রাম থেকেও আয়াজ উঠেছে, কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার বিচার চাই। দোষীদের শাস্তি চাই। সুন্দরবনের গোসাবা বালি আই ল্যান্ডের মা বোনেরা যারা নদীতে মাছ ধরে ও জঙ্গলে কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে, নেমছে জলপথে। বিচারের দাবিতে। প্রতিবাদী মা বনে উৎসাহিত করেছেন বিশিষ্ট সমাজসেবি সত্যবান পাত্র, প্রমিলা মৃধা ও বিধান মণ্ডলএর মত মানুষেরা।