
নিজস্ব সংবাদদাতা, ওঙ্কার বাংলা: স্পেনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার লা লিগার প্রেসিডেন্টের সাথে বৈঠক মমতার। এই বৈঠকে থাকার কথা বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এছাড়াও ১৫ ই সেপ্টেম্বর স্পেনে বাণিজ্য সম্মেলন রয়েছে তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপর আগামী রবিবার মাদ্রিদ থেকে ট্রেনে করে বার্সেলোনা যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। আগামী সোমবার সেখানে রয়েছে শিল্প বৈঠক। সব মিলিয়ে একাধিক কর্মসূচিতে ঠাসা তৃণমূল সুপ্রিমোর স্পেন সফর। তবে তা সত্ত্বেও শরীরচর্চা ছাড়লেন না মুখ্যমন্ত্রী। মাদ্রিদে হাঁটতে বের হতে দেখা গিয়েছে তাকে।