
ওঙ্কার ডেস্ক:হাওড়ায় তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একাধিকবার সামনে এসেছে। তবুও ১ লাখ ৬৯ হাজার ৪৪২ ভোটে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীকে হারিয়ে হাওড়া লোকসভা কেন্দ্রে ফের জয়ী হয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিপুল এই জয়লাভ ও ধামাচাপা দিতে পারেনি দলের গোষ্ঠী কোন্দলকে। এবার সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারি। তিনি সাফ জানিয়ে দিলেন ,, সাংসদ প্রসূন কে তিনি আগে যতটা সম্মান করতেন তা আর করতে পারবেন না। মনোজ জানিয়েছেন প্রার্থী ঘোষণা থেকে ফলাফল ঘোষণা, এই দীর্ঘ সময়টা তিনি সবসময় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন। তাঁর ওয়ার্ডে আগের বারের থেকেও বেশি লিড পেয়েছেন জয়ী প্রার্থী। কিন্তু মনোজের অভিযোগ এর পরও একবারের জন্যও মনোজকে ফোন করেননি প্রসূন।