
প্রদীপ মাইতি,পূর্ব মেদিনীপুর:
দেহ ব্যবসা চালানোর অভিযোগে মঙ্গলবার রাতভোর অভিযান মন্দারমনি থানার পুলিশের।গ্রেফতার হোটেলের মালিক সহ মোট ১১ জন । উদ্ধার ৫ তরুণী । মন্দামনিতে বড়সড় মধুচক্রের হদিশ,গ্রেফতার হোটেল মালিক সহ ১১ জন। সৈকত নগরী মান্দারমণি’তে কয়েকজন অসাধু হোটেল ব্যবসায়ী রমরমিয়ে চালাচ্ছে দেহ ব্যবসা। তারা মোটা টাকার প্রলোভন দেখিয়ে বিভিন্ন জেলা থেকে তরুণীদের এনে দেহ ব্যবসার কাজে লিপ্ত করছে। বিভিন্ন জেলা থেকে যুবতীদের আনার কাজে একাধিক এজেন্টও রয়েছে তাদের । মান্দারমণি বেড়াতে এলেই পর্যটকদের মোটা টাকার বিনিময় হোটেলের রুমে পাঠিয়ে দেওয়া হচ্ছে তরুণীদের। শুধু তাই নয় পর্যটকদের মোবাইলে একাধিক তরুনীর ছবিও পাঠিয়ে দেওয়া হচ্ছে। এমন অভিযোগ আসার পরও নড়েচড়ে বসে মান্দারমনি উপকূল থানার পুলিশ। এবং মঙ্গলবার রাতভর মান্দারমণি উপকূল থানার পুলিশ ও জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা অভিযান চালিয়ে হোটেলের মালিক, এজেন্ট ও হোটেলে কর্মী সহ ১১ জনকে গ্রেফতার করে । পাশাপাশি ৫ যুবতীকে উদ্ধার করা হয়।এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ,এলাকায়।