
গোপাল শীল,মন্দিরবাজার : কাজের প্রলোভন দিয়ে মহিলাদেরকে ভিন রাজ্যে নিয়ে গিয়ে করানো হতো দেহ ব্যবসা। এমনই অভিযোগে ৫ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১৪ ও ১০ বছরের সাজা ঘোষণা করলেন ডায়মন্ডহারবার এডিজি কোর্টের বিচারক জয়প্রকাশ সিং।
উল্লেখ্য কয়েক বছর আগে মন্দির বাজারে এক নাবালিকাকে প্রলোভন দেখিয়ে মুম্বাই একটি পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়। সেখান থেকে মুম্বাই পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে একটি হোমে রাখে।। পরে মুম্বাই থেকে ওই নাবালিকাকে মন্দির বাজার নিয়ে আসা হলে, ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত নেমে তদন্তকারী দল জানতে পারে, এলাকার মহিলাদেরকে কাজের প্রলোভন দেখিয়ে একটি চক্র তাদের পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে। সারা দেশজুড়ে এই চক্র কাজ করছে। এই ঘটনার তদন্ত নেমে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে ৩ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ জনের ১০ বছর করে সশ্রম কারাদন্ডের নির্দেশ দেন বিচারক জয়প্রকাশ সিংহ।
অন্য দিকে নির্যাতিতা নাবালিকা কে ৩ লক্ষ টাকা প্রদানের নির্দেশ দেওয়া হয়।