
সঞ্জয় রায়চৌধুরী,কলকাতা:মনিপুরে নারী নির্যাতনের ঘটনা নিয়ে উত্তাল সমগ্র দেশ। এই ঘটনার প্রতিবাদে পথে নেমে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি প্রতিবাদে সরব হতে দেখা গেছে বাংলার বিভিন্ন রাজনৈতিক দল গুলিকে। সেই ছবি দেখা গেল মঙ্গলবারও। রাজভবনের গেটের সামনে মধ্য কলকাতা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানোর সঙ্গে নরেন্দ্র মোদির কুশপুতুল ও দাহ করা হয়। মনিপুরে দোষীদের শাস্তি দেওয়ার পাশাপাশি এই রকম ঘটনা দেশের কোথাও না ঘটে সেই দাবি করা হয় কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে। তবে কংগ্রেস কর্মীরা আসার আগেই রাজভবনের সামনে ব্যারিকেড তৈরি করেছিল কলকাতা পুলিশ। বিক্ষোভকারীদের মিছিলকে ব্যারিকেড দিয়ে আটকানো হলে ,বিক্ষোভকারীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন।এরপরেই পুলিশ তাদের প্রিজন ভ্যান এ তুলে লালবাজার নিয়ে যায় । ৪০ থেকে ৪৫ জন পুরুষ ও মহিলা কংগ্রেস কর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।