
নিজস্ব প্রতিনিধি, আগরতলাঃ “দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো এবং তাঁদের যৌন আত্যাচারের ঘটনায় দায় নিতে হবে মণিপুরের মুখ্যমন্ত্রীকে, এবং এই ঘটনার জন্য জবাবদিহি করতে হবে মণিপুরের মুখ্যমন্ত্রীকেই” দাবি করলেন তিপ্রা মথা দলের প্রধান প্রদ্যোৎ মানিক্য দেব বর্মা।
নিজের স্যোসাল মিডিয়ার পেজে প্রদ্যোৎ মানিক্য পোষ্ট করেন, ‘মণিপুরের মুখ্যমন্ত্রী নিজে সেখানের স্বরাষ্ট্রমন্ত্রীও। একটি ছোট রাজ্যে এই রকম একটা ঘটেছে। আর সেই কথা মণিপুরের মুখ্যমন্ত্রী জানতেন না তা হতে পারে না। তিনি নিশ্চয়ই সব কিছু জানতেন। এই ভিডিয়ো প্রকাশ্যে আসার আগে থেকেই তিনি জানতেন। তাই এই ঘটনার জন্য তাঁকে জবাবদিহি করতেই হবে’।
মণিপুরে ঘটনা নিয়ে তার উদ্বেগ প্রকাশ করে প্রদ্যোৎ আরও লেখেন, ‘দায়িত্বে থাকা ব্যক্তিরাও জবাবদিহি না করলে এর সম্ভাব্য ফল এবং পরিণতি খুব কঠিন’। তিনি আরও বলেন, ‘মাথা গুটিয়ে নিতে হবে! আমরা, আদিবাসীরা, আমাদের বোনদের পাশেই দাঁড়াচ্ছি। যারা হিংসায় এই কষ্ট ভোগ করেছে তাঁদের পাশেই আছি আমরা’। কার্যত মণিপুর সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিপ্রা মথা দলের প্রধান তথা ত্রিপুরার মহারাজা প্রদ্যোৎ মানিক্য দেব বর্মা। তবে তিনি বাংলার মালদহে দুই আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মারধর করার ঘটনার প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। একটি বাক্য ও খরচ করেননি মালদার ঘটনার।