
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি : দেশজুড়ে নারী নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে বারবার। সম্প্রতি মণিপুরে নারী নির্যাতনের ঘটনায় স্তম্ভিত নাগরিক সমাজ। দেশের পাশাপাশি একই চিত্র দেখা যাচ্ছে রাজ্যেও। নারীদের উপর অত্যাচারের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে মারধরের অভিযোগ উঠেছে মালদায়। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের ভূমিকার উপর প্রশ্ন উঠেছে। এই ঘটনার প্রতিবাদে শনিবার সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সদর শহর লোকাল কমিটি জলপাইগুড়ির কদমতলায় এক প্রতিবাদ কর্মসূচি করে। এদিন বাম যুব সংগঠনের সদস্যরা মনিপুর এবং এই রাজ্যের মালদায় মহিলাদের ওপরে বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা করে কেন্দ্র এবং রাজ্য সরকারকে একযোগে আক্রমণ করেন।
সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের দাবি এই ভয়ঙ্কর পরিস্থিতি সঠিক করার দায়িত্ব রাজ্য ও কেন্দ্র সরকারের।