
ওঙ্কার ডেস্ক: ফের উত্তপ্ত মণিপুর। দক্ষিণ মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ফের নাবালিকা নিগ্রহের অভিযোগ । ১০ বছর বয়সি এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত কিশোরকে শুক্রবার সন্ধ্যায় জিয়ন ভেং এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত শিশুটি মূলত চানডেল জেলার বাসিন্দা হলেও সাম্প্রতিককালে চূড়াচাঁদপুরে বসবাস করছিল। শুক্রবার শিশুটিকে গুরুতর অবস্থায় চূড়াচাঁদপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই মহিলা থানা ও স্থানীয় পুলিশের একটি টিম হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করে।
পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক তদন্তে অভিযুক্ত কিশোরকে শনাক্ত করা সম্ভব হয়। এরপর বিভিন্ন সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালিয়ে তুইবং সাব-ডিভিশনের জিয়ন ভেং অঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়। আইন অনুযায়ী, ধৃত কিশোরকে “চাইল্ড ইন কনফ্লিক্ট উইথ ল” (CCL) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই ঘটনায় প্রবল ক্ষোভ এবং উত্তেজনা ছড়িয়েছে সমাজের নানা স্তরে। Zo সম্প্রদায়ভুক্ত মহিলাদের সংগঠন ‘Zo Women’s Movement’ একটি বিবৃতি প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা করেছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রদায়ে শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনার পুনরাবৃত্তি অত্যন্ত উদ্বেগজনক। তারা প্রশাসনের কাছে দ্রুততম সময়ে অপরাধীকে আইনের আওতায় এনে কড়া শাস্তির দাবি জানিয়েছে।
প্রসঙ্গত, এর আগেও চূড়াচাঁদপুরে শিশু নির্যাতনের এক ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছিল। গত মাসে, একটি ত্রাণশিবিরে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর উপর যৌন হেনস্থার পর তাকে খুন করা হয় বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনার তদন্ত এখনও চলছে।
পুলিশ জানিয়েছে, নতুন এই অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালানো হচ্ছে। জেলা প্রশাসন এবং শিশু সুরক্ষা সংস্থাগুলিও বিষয়টি ঘিরে তৎপর হয়েছে।