
স্পোর্টস ডেস্ক : ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে একের পর এক বিতর্কিত মন্তব্য করছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। এবার ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের মদ্যপ অবস্থায় ম্যাচ পরিচালনার করার গুরুতর অভিযোগ আনলেন মনোজ। এদিন মনোজ এক অনুষ্ঠানে জানালেন,’ক্রিকেটারদের ডোপ পরীক্ষা হয়, তাহলে আম্পায়ারদেরও করা উচিত। ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারদের জন্য এটা প্রয়োগ করা দরকারই । অনেক সময়ই আম্পায়ারদের দেখেছি রাতের নেশা না কাটিয়ে সকালে মাঠে নামতে। ঘুম জড়ানো চোখে রঞ্জিতে আম্পায়ারিং করতে দেখেছি অনেককে। এমন অবস্থায় ঠিক সিদ্ধান্ত দেবেন কী করে করবে।আমি এক বার এক আম্পায়ারকে জিজ্ঞেস করেছিলাম, ‘স্যর, কাল রাতে কী খেলেন?’ উত্তরে তিনি বলেন, ‘আমি বরফ দিয়ে হুইস্কি খেতে পছন্দ করি।’ সেটাই খেয়েছি। হ্যাংওভার আছে এখনও।প্রতি ম্যাচ শুরুর আগে আম্পায়ারদের চোখ পরীক্ষা করা উচিত বোর্ডের। তাঁদের কানও পরীক্ষা করা উচিত। কারণ তাঁদের সিদ্ধান্তর উপর ম্যাচের সবকিছুই নির্ভর করে।’ যদিও কোন ম্যাচে মনোজের সঙ্গে এমন ঘটনা হয় সেটা তিনি বলেননি।