
সুনন্দা দত্ত, হুগলি : ক্রমশ বাড়ছে বলাগড়ের তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। তাঁর সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, এই অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূলের যুব নেত্রী রুনা খাতুন। বালি মাফিয়া, মাটি মাফিয়া বলে তাঁকে অসম্মান করেছেন বিধায়ক। টাইমলাইনে থাকার জন্যই ব্যক্তিগত আক্রমণ করছেন বিধায়ক, মনোরঞ্জন ব্যাপারীকে বিঁধলেন যুব নেত্রী
উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর অফিসে ভাঙচুর করা হয়। ছড়িয়ে ছিটিয়ে পড়ে চেয়ার টেবিল। ছিঁড়ে ফেলা হয়েছে দলীয় পতাকা। এই ঘটনায় ফেসবুকে পোস্ট করে তৃনমূল যুব নেত্রী রুনা খাতুনকে কাঠগড়ায় তোলেন তিনি. কার্যত “পাল্টা দেওয়ার” হুমকি দিয়েছেন বলাগড়ের বিধায়ক।