
স্পোর্টস ডেস্ক : আগামী ২৫ ফেব্রুয়ারী পুরুলিয়া বাসী দের ঘুম ভাঙ্গবে এক অভিনব ম্যারাথন কে কেন্দ্র করে।কারণ ২১,১০ ও ৫ কিলোমিটারের হিল ম্যারাথন শুরু হবে। অযোধ্যা পাহাড়ে এই প্রথম কোনও ম্যারাথন দৌড়ের আসর বসতে চলেছে। মূলত পুরুলিয়ার ভূমিপুত্র নরেশ কুমার আগরওয়ালের উদ্যোগে এই প্রথম জঙ্গল মহলে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হতে চলেছে। এর মূল উদ্দেশ্য আদিবাসী জঙ্গল মহলের পূরুষ ও মহিলাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। প্রথমবারের এই দৌড় প্রতিযোগিতায় প্রায় ১৫০০ প্রতিযোগী অংশ নেবে।এদিন কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন। মোহনবাগানের প্রাক্তণ ফুটবলার হোসে রামিনেজ ব্যারেটো অভিনেতা দেবরাজ মুখোপাধ্যায় , অভিনেত্রী বুলবুলি পাঁজা,সহ বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন।শুরুতেই তাদের পুস্প স্তবক দিয়ে স্বাগত জানানো হয়। তাদের হাত দিয়ে এই প্রতিযোগিতার জার্সি ও মেডেল উন্মোচিত হয়।ব্যারেটো বলেন,”আমি একটা সময় নর্থ বেঙ্গলে বেশ কয়েকমাস ছিলাম। জেলায় অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে।আমি সেটা বুঝতে পেরেছি। খোঁজ নিয়ে দেখেছি,পুরুলিয়াতেও অনেক প্রতিভা আছে। কুশল এডুকেশন ফাউন্ডেশনের এই উদ্যোগ খুব প্রশংসনীয়। আমি নিজে এই ম্যারাথন দৌড়ে অংশ নেব।”