
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি: স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে চলছে নানা ধরনের অনুষ্ঠান। উত্তরবঙ্গের স্বনামধন্য একটি।ক্লাবের পক্ষ থেকে এই বিশেষ দিনকে সামনে রেখে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার দাবা প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠানের। স্বাধীনতা দিবসের দিন সাত সকালে আয়োজিত হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন রাজ্য থেকেও প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম হন উত্তর প্রদেশের রাহুল মরুয়া, দ্বিতীয় হন উত্তর প্রদেশের রোহন কুমার, তৃতীয় হয়েছেন কার্শিয়াং এর বিকাশ ভূজেল। এদিন স্বাধীনতা দিবসে ক্লাব প্রাঙ্গণে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরেরও আয়োজন করা হয়। এর পাশাপাশি ধুপগুড়ি পৌর ফুটবল ময়দানে একটি মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচেরও আয়োজন করা হয়। ধুপগুড়ি কলেজপাড়ার ইয়ং স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকেও অনূর্ধ্ব ১৪ ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল ১৫ ই আগস্ট।