
অরুপ ঘোষ,ঝাড়গ্রামঃ শীতের মরশুমের শুরুতেই মাথায় হাত আমজনতার। দাম বেড়েই চলছে বিভিন্ন সব্জির। আলু থেকে শুরু করে পেঁয়াজ,লঙ্কাসহ অনান্য সব্জির দাম এতই বেশি যা কেনাই মুশকিল হয়ে পড়ছে মধ্যবিত্তদের।,কলকাতা ,শিলিগুড়ি ঝাড়গ্রাম সহ রাজ্যের বিভিন্ন বাজারের একই অবস্থা।বাজারের অগ্নিমূল্য দেখে গত বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। টাস্ক ফোর্স ও ফোড়েদের ওপরে নির্দেশিকা দিয়েছিলেন বাজারদরের বিষয়টি খতিয়ে দেখতে। মুখ্যমন্ত্রীর নির্দেশিকা থাকা সত্ত্বেও ঝাড়গ্রামের বাজারে সবজির মূল্য ক্রমশই বেড়ে চলেছে।বাজারে সব্জির দাম ফুলকপি ৩০ টাকা পিস,বেগুন, করলা, ভেন্ডি ৬০ টাকা কিলো, তবে সিম,গাজর ৮০ টাকা ও পেঁয়াজকলি ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।