
বিক্রমাদিত্য বিশ্বাসে, ওঙ্কার বাংলা: চোপড়া থানার চুটিয়াখোর এলাকায় এক দুষ্কৃতীকে ধরতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পড়ল পুলিশ। তারপর পুলিশের বিশাল বাহিনী ওই গ্রামে গিয়ে পুরুষ মহিলা নির্বিশেষে মোট আট জনকে আটক করল। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছে পুলিশ।
শনিবার চোপড়া থানার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর এলাকায় মুজিবর রহমান নামের এক অভিযুক্তকে ধরতে যায় পুলিশ। অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য বলে জানা গিয়েছে। তাকে ধরতে গেলে গ্রামবাসীদের বাধার মুখে পড়ন আধিকারিকরা। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের ব্যাপক ধস্তাধস্তি হয়। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল। এই ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। সেখানে গিয়ে পুরুষ মহিলা মিলিয়ে মোট আট জনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। ধৃতরা ওই অভিযুক্তের গ্যাং এর সঙ্গে যুক্ত কিনা তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য এর আগে আদালত থেকে জেলে ফেরানোর সময় গোয়ালপোখরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় সাজ্জাক আলম নামে খুনের এক আসামি। যদিও পরে চোপড়া সীমান্ত দিয়ে পালানোর সময় তার মৃত্যু হয় পুলিশের গুলিতেই।