
নিজেস্ব প্রতিনিধিঃ মথুরার শাহী ইদগাহ মসজিদ সংলগ্ন অঞ্চলে সার্ভের নির্দেশে স্থগিতাদেশ দেওয়ার আর্জিকে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। হাই কোর্টের নির্দেশই বহাল থাকবে বলে জানিয়ে দেয় শীর্ষ আদালত। হিন্দুদের বিশ্বাস, মথুরার ওই জায়গাটি শ্রীকৃষ্ণের জন্মস্থান। সেই মন্দির চত্বরেই রয়েছে শাহি ঈদগাহ মসজিদ। ইতিহাসবিদদের একাংশের দাবি, প্রাচীন কেশবনাথ মন্দির ভেঙেই মসজিদটি তৈরি করেন ঔরঙ্গজেব। স্বাভাবিকভাবেই দুই ধর্মের মানুষের মধ্যে এ নিয়ে বহুদিন ধরেই বিতর্ক রয়েছে। বৃহস্পতিবারই এলাহাবাদ হাই কোর্ট সার্ভের আর্জিতে সায় দিয়েছিল।