
প্রশান্ত দাস, মালদা : আসন্ন লোকসভা ভোটের প্রার্থী তালিকায় নাম নেই। তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করার পর থেকেই দেখা মেলেনি তাঁর। জোরালো হচ্ছিল দলবদলের সম্ভাবনা। তবে কি টিকিটি না পেয়ে দল ছাড়ছেন মৌসম বেনজির নুর? এবার অবশেষে সেই জল্পনা নস্যাৎ করলেন তিনি নিজেই।
মৌসম নুর বলেন,“আমি উত্তর মালদা কেন্দ্রে দু’বার সাংসদ ছিলাম৷ তৃণমূলের জেলা সভানেত্রীও ছিলাম৷ ঊনিশের নির্বাচনে আমি বিজেপির কাছে হেরে যাই৷ সেবার একই পরিবার থেকে দু’জন দুই দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় আমাদের ভোট ভাগাভাগি হয়েছিল৷ তার লাভ তুলেছিল বিজেপি৷ এবার আমার ধারণা ছিল, টিকিট পেলে আমি জিতবই৷ বিজেপিকে হারাতে একটা প্রত্যাশাও তৈরি হয়েছিল৷
তাঁর সংযোজন, আমাদের নেত্রী এবং দলের সিদ্ধান্ত, এই আসনে প্রসূন বন্দোপাধ্যায় প্রার্থী হবেন৷ দলের একজন সৈনিক হিসাবে সেই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি৷ প্রার্থীর হয়ে প্রচারে নামবেন বলেও জানান মৌসম৷