
স্পোর্টস ডেস্ক :Isl পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে শনিবার ওড়িশা এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। অ্যাওয়ে ম্যাচে ওড়িশাকে হারানো যে খুব একটা সহজ হবে না তা অবশ্য মেনে নিচ্ছেন বাগান কোচ হাবাস।
বর্তমানে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ওড়িশা। ১৫ ম্যাচে ওড়িশার পয়েন্ট ৩১। এক ম্যাচ কম খেলে মোহনবাগানের পয়েন্ট ২৯। ফলে আগামীকালের ম্যাচ যদি সবুজ মেরুন জেতে তাহলে ৩২ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে চলে যাবে। সেই লক্ষ্য নিয়েই কলিঙ্গ স্টেডিয়ামে নামবে হাবাসের ছেলেরা। তার আগে হাবাস বলেন, ‘দ্বিতীয় অথবা তৃতীয় হওয়ার জন্য নয়, মাঠে নামি প্রথম হওয়ার জন্য। আর এই মরশুম আমরা লিগ শীর্ষে থেকেই শেষ করতে চাই। সেই বার্তাই ছেলেদের দিইওডিশা এফসি যেখানে ১৪টি গোল খেয়েছে, সেখানে মোহনবাগান ১৮টি গোল হজম করেছে। রয় কৃষ্ণাদের বিপজ্জনক আক্রমণ বিভাগ নিয়েও আলাদা করে চিন্তিত নন হাবাস। কারণ, তাঁর নিজের দলের আক্রমণ বিভাগও যথেষ্ট ধারালো। এই প্রসঙ্গ উঠলে তিনি বলেন, “প্রতিপক্ষের আক্রমণ বিভাগ নিয়ে আমার কোনও সমস্যা নেই। কারণ, গত ম্যাচে প্রতিপক্ষের দু গোলের জবাবে আমরা চার গোল দিয়েছি। যদি ওদের দুগোলের জবাবে আমাদের ছেলেরা কোনও গোল দিতে না পারত, তা হলে আমার উদ্বেগের কারণ ছিল। এটাই ফুটবল। ওডিশা কতটা শক্তিশালী দল, তা আমরা জানি। আমাদের কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে হবে এবং তার পরে জয়ের সম্ভাবনা তৈরি করতে হবে”।
কঠিন ম্যাচ, তবে এই ম্যাচটাকেই ফাইনালের মতো গুরুত্ব দিতে রাজি নন মোহনবাগান কোচ। স্পষ্ট জানিয়ে দেন, “ফাইনাল একটাই হয়। সেখানে আর দ্বিতীয় কোনও সুযোগ পাওয়া যায় না। আমাদের সামনে আরও পাঁচটা ম্যাচ আছে। ফাইনাল ফাইনালের দিন হবে। আর ফাইনাল এখনও এক মাস দেরি আছে। এই ম্যাচ থেকে আমাদের তিন পয়েন্ট পেতে হবে। এটা ফাইনাল বলে ধরার কোনও কারণ নেই।
দলের অন্যতম উইঙ্গার মনবীর সিং-ও দলকে এক নম্বরেই নিয়ে যেতে ও রাখতে চান। তিনি বলেন, “খেলোয়াড় হিসেবে আমরা সব সময়ই এক নম্বরে থাকতে চাই। সে জন্যই মাঠে নেমে নিজেদের সেরাটা উজাড় করে দিতে চাই। আমাদের কাছে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। সমর্থকদের কাছেও। তো আমরা একশো শতাংশ দিয়ে ম্যাচটা জেতার চেষ্টা করব”।