
স্পোর্টস ডেস্ক : ভারতের স্টার বোলার মহম্মদ শামি, তীরন্দাজ ওজস প্রভিন দেওতালে, শীলত দেবী, অদিতি গোপীচাঁদ স্বামীসহ একাধিক ক্রীড়াবিদকে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অর্জুন পুরস্কারে সম্মানিত করলেন। অর্জুন পুরস্কার হল ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান। বিগত বছর ধরে টানা ভাল পারফরম্যান্সের জন্য ও দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য এই সম্মান প্রদান করে ভারত সরকার। ক্রীড়াক্ষেত্রে শৃঙ্খলা ও দেশের সম্মান বজায় রাখার দিকটিও ক্ষতিয়ে দেখা হয়।
ক্রীড়াবিদরা ২০২৩ সালে তাদের সেরা পারফরম্যান্সের জন্য অর্জুন পুরস্কার পায়েছে তাদের মধ্যে রয়েছেন ক্রিকেটার শামি। যিনি সম্প্রতি শেষ হওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সবথেকে বেশি উইকেট নেওয়া এক বোলার। শামি বেশ কয়েকটি রেকর্ড ভেঙে দিয়েছেন। অনুষ্ঠানের আগেই শামি বলেছেন, অর্জুন পুরস্কার তাঁর জীবনের স্বপ্ন। তিনি আরও বলেছেন, বহু বছর কঠোর পরিশ্রমের পরেও অনেক ক্রীড়াবিদের কাছে এই সম্মান অধরা রয়েছে। তাই এই সম্মান পেয়ে তিনি নিজেরে গর্বিত মনে করেন। তিনি আরও বলেছেন এই পুরস্কার পাওয়া তাঁর কাছে একটি স্বপ্নের মত।অর্জুন পুরস্কারপ্রাপ্তদের তালিকা: মহম্মদ শামি (ক্রিকেট), অজয় রেড্ডি (অন্ধ ক্রিকেট) ওজস প্রবিন দেওতালে (তীরন্দাজ), অদিতি গোপীচাঁদ স্বামী (তীরন্দাজ), শীতল দেবী (প্যারা তিরন্দাজি), পারুল চৌধুরী এবং মুরলি শ্রীশঙ্কর (অ্যাথলেটিক্স), মোহাম্মদ হুসামুদ্দিন (অ্যাথলেটিক্স)। বক্সিং), আর বৈশালী (দাবা), দিব্যকৃতি সিং এবং আনুশ আগরওয়ালা (অশ্বারোহী), দিক্ষা ডাগর (গলফ), কৃষাণ বাহাদুর পাঠক (হকি), সুশীলা চানু (হকি), পিংকি (লন বল), ঐশ্বরী প্রতাপ সিং তোমর (শ্যুটিং) , অন্তিম পাংহাল (কুস্তি), অহিকা মুখার্জি (টেবিল টেনিস)।