
প্রদীপ কুমার মাইতি, মেদিনীপুর : এই রিল আর শর্টসের যুগে যেন মানুষ ভুলতে বসেছেন নিজের আপনজনকেও. এমনই এক অবাক করা ঘটনা ঘটে গেল মেদিনীপুরে.
রিলস তৈরি করাই নেশা হয়ে দাঁড়িয়েছিল স্ত্রীর। রিল বানিয়ে তা লাগাতার পোস্ট করতেন সোশ্যাল মিডিয়ায়. এই নিয়ে স্বামীর সঙ্গে অশান্তি লেগেই থাকতো। সেই অশান্তি চরমে পৌঁছয় বুধবার রাতে। শেষমেশ স্বামীকে স্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, তিনি রিলস তৈরী করা ছাড়বেন না. রাগে, দুঃখে রাতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন স্বামী।
পরিবার সূত্রেই জানা যায়, ১৮ বছরের বিবাহিত জীবনে দুই সন্তানকে নিয়ে সুখে-শান্তিতেই ছিলেন ওই দম্পতি। হঠাৎই ‘অশান্তি’ নিয়ে হাজির হয় রিলস. ইদানিং নানা ভিডিও তৈরী করে সমাজমাধ্যমে পোস্ট করাই নাকি স্ত্রী-র ‘নেশা’ হয়ে দাঁড়িয়েছিল। এতেই আপত্তি ছিল স্বামীরও. সব মিলিয়ে মাঝেমধ্যেই বাঁধতো অশান্তি। আর তাতেই পৃথিবী ছাড়ার মত ‘হঠকারী’ সিদ্ধান্ত নিয়ে ফেলেন স্বামী। মুহূর্তেই সব শেষ! বুধবার গভীর রাতে দেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে, চিকিৎসকেরা মৃত বল ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।