
প্রদীপ মাইতি,পূর্ব মেদিনীপুর:
লোকসভা নির্বাচনের মাঝেই বড়সড় ধাক্কা গেরুয়া শিবিরে,।শুভেন্দু অধিকারীর খাস তালুক মেদিনীপুরের নাম করা এক বিজেপি নেতা যোগ দিলেন তৃণমূলে। তৃণমূলের স্টেট ভাইস প্রেসিডেন্ট জয়প্রকাশ মজুমদারের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন বিজেপি নেতা তথা খড়্গপুর বিজেপির ফাউন্ডার বডি মেম্বার প্রদীপ পট্টনয়য়ক সহ কয়েকজন বিজেপি সক্রিয় কর্মী।সূত্রের খবর বিজেপি শক্ত ঘাটি মেদিনীপুর লোকসভা থেকে দিলীপ ঘোষকে সরিয়ে অন্য কাউকে টিকিট দেওয়ায় অসন্তুষ্ট হয়েছিলেন প্রদীপ বাবু, এমনকি নতুন প্রার্থী অর্থাৎ মেদিনীপুর লোকসভা কেন্দ্রের 2024 নির্বাচনে যিনি প্রার্থী হয়েছেন, সেই অগ্নিমিত্রা পালকে তার পছন্দ নয়,। এছাড়াও অভিযোগ খড়্গপুর বিজেপির ফাউন্ডার প্রদীপ বাবুকে গুরুত্ব দেননি এবারের প্রার্থী। তাই অভিমানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এই পুরোনো বিজেপির লড়াকু নেতা ও তার সঙ্গীরা