
প্রদীপ মাইতি , পূর্ব মেদিনীপুর : সামনেই কালীপুজো , আবার তার কিছুদিন পর জগদ্ধাত্রী পুজো। এমতও অবস্থায় রামনগর থেকে দীঘা, কাঁথি থেকে তমলুক প্রতিমা গড়তে সমস্যায় শিল্পীরা। দানা ঘূর্ণিঝড় কাটতেই নতুন চিন্তায় মৃৎশিল্পীরা ।মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় প্রতিমা রোদে শুকানো যাচ্ছে না। এই অবস্থায় মণ্ডপ কর্তাদের হাতে কীভাবে প্রতিমা তুলে দেবেন তা নিয়ে চিন্তায় মৃৎশিল্পীরা । মেদিনীপুর শহরের ধর্মার একটি মৃৎশিল্পালয়ে দেখা গেল তেমনই ছবি ৷ চটজলদি প্রতিমা শুকানোর জন্য একদিকে আগুন জ্বেলে মূর্তি পোড়ানোর এবং মাটি শুকানোর কাজ চলছে। অন্যদিকে ফ্যান চালিয়ে প্রতিমা শোকানোর কাজ চলছে ৷ কারণ প্রতিমা ভালো করে না শোকালে রং করা যাবে না ৷ মৃৎশিল্পী বলেন, তাদের ব্যপক সমস্যার মধ্যে পড়তে হয়েছে । রোদ না উঠলে এই প্রতিমা শুকিয়ে তৈরি করে দেওয়া যাবে না । তাই তারা চেষ্টা করছে ফ্যান চালিয়ে মাটির কাজগুলো শুকাতে ।