
স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির সঙ্গে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডারের চুক্তি স্থগিত রাখার কথা ঘোষণা করল এড-টেক কোম্পানি বাইজুস। সোমবার এই খবর জানা গিয়েছে। ২০২২ সালের নভেম্বরে মেসির সঙ্গে ৩ বছরের চুক্তির কথা ঘোষণা করে বাইজুস। ‘সবার জন্য শিক্ষা’ সংক্রান্ত প্রচারের জন্যই মেসির সঙ্গে চুক্তি করা হয়। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থগিত করে দেওয়া হল। আর্থিক সমস্যাই এর কারণ বলে জানা গিয়েছে। ভবিষ্যতে আর্থিক পরিস্থিতির উন্নতি হলে ফের মেসির সঙ্গে চুক্তি করা হবে কি না সে বিষয়ে এখনও বাইজুসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।প্রতিবেদন অনুসারে সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, গুরুতর আর্থিক সংকটের মুখে পড়ে সংস্থার পক্ষ থেকে এই চুক্তি স্থগিত করা হয়েছে। বর্তমান আর্থিক দুরবস্থার সময় অসময়ে এই চুক্তি শেষ করা বা পুনঃনবীকরণ করা উচিত কিনা তা নিয়ে আলোচনা চলছে। বাইজুসের পক্ষ থেকে চুক্তির প্রাথমিক বছরের জন্য মেসিকে তাঁর প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়া হয়েছে।
ইকোনমিক টাইমস প্রথম বাইজুস-মেসি চুক্তি পুনঃনবীকরণের বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। যদিও বাইজুসের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।